• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বশেমুরবিপ্রবি’র দুই হল প্রভোস্টসহ ৭ শিক্ষকের পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি

  ১৫ অক্টোবর ২০১৯, ২১:১০
বশেমুরবিপ্রবি’র চারটি বিভাগের চেয়ারম্যানসহ ৭ জনের পদত্যাগ
বশেমুরবিপ্রবি’র চারটি বিভাগের চেয়ারম্যানসহ ৭ জনের পদত্যাগ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের চেয়ারম্যান, দু’টি হলের প্রভোস্ট এবং একজন সহকারী প্রভোস্ট পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) আলাদাভাবে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পদত্যাগ পত্র জমা দেন।

যে চারটি বিভাগ থেকে চেয়ারম্যান পদত্যাগ করেছেন তারা হলেন, কৃষি বিভাগের ড. এম এ সাত্তার, ফুড অ্যান্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. নাজমুল হক শাহীন, আইন বিভাগের মো. আব্দুল কুদ্দুস মিয়া এবং প্রাণী সম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের মো. সফিকুজ্জামান।

এছাড়া পদত্যাগ করেছেন শেখ রেহানা হলের প্রভোস্ট মজনুর রশীদ এবং শেখ রাসেল হলের প্রভোস্ট রবিউল ইসলাম ও সহকারী প্রভোস্ট মুরাদ হোসেন।

গতকাল সোমবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন ছাত্র উপদেষ্টা আব্দুর রহিম।

এ ব্যাপারে বশেমুরবিপ্রবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান জানিয়েছেন, বিভাগের চারজন চেয়ারম্যানকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। ব্যক্তিগত কারণ দেখিয়ে সকলে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেটা গ্রহণ করা হয়েছে। শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ ফিরে আসবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh