• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৫ অক্টোবর ২০১৯, ১৭:১৬
বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা
বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা

দেশের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের পেয়াজের আড়তে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুইটি আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় শাহ আমানত ও আজমীর ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাইকারি বাজারে মিয়ানমারের পেঁয়াজ ৫০ থেকে ৫২ টাকা বিক্রির কথা থাকলেও অধিকাংশ দোকানে সকালে বিক্রি করা হচ্ছিল ৭০ টাকায়। পরে ভ্রাম্যমাণ আদালত দেখে বিক্রি হয় ৫৫ টাকা করে।

পেঁয়াজের দামে লাগাম টানতে পাইকারি ও খুচরা বাজারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

তিনি আরও জানান, কয়েকজন কমিশন এজেন্ট ও আমদানিকারককে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
বাংলাদেশ ও আমিরাতে ভারতের পেঁয়াজ কূটনীতি
রাজবাড়ীতে ‘কালো সোনা’ পেঁয়াজ বীজ চাষে স্বপ্ন দেখছে কৃষক
পেঁয়াজ আমদানিতে আমাদের ঝুঁকি নিতে হয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
X
Fresh