• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকি

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ অক্টোবর ২০১৯, ১১:৪৫
চেয়ারম্যান পিংকি হিজড়া
নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন

প্রথমবারের মতো ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন। পিংকি খাতুন বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান।

পিংকিসহ আরও দুজন নারী এ পদের জন্য লড়েছেন। বিজয়ী পিংকি ভোট পেয়েছেন ১২ হাজার ৮৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১৩৯ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করেছেন নাসিমা ইসলাম নামের আরেক নারী।

পিংকি খাতুন কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান।

পিংকি খাতুন জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের জন্য নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে তিনি দাঁড়াবেন। বৈষম্য রোধে কাজ করবেন।