• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কাউন্সিল নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি

  ১৪ অক্টোবর ২০১৯, ২২:০১
কাউন্সিল নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ
কাউন্সিল নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রেজাউল করিম ওরফে আবু ডাক্তার (৪৫) নামে এক আওয়ামী লীগের সমর্থক নিহত হয়েছেন।

নিহত রেজাউল করিম দেবগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া গ্রামের মোবারক মোল্লার ছেলে।

আজ সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেল থেকে সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। সম্মেলনের শেষ পর্যায় সভাপতি-সম্পাদক নির্বাচনে ভোট নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় দৌলতদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ও সাবেক চেয়ারম্যান মো. আতর আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বর্তমান চেয়ারম্যান হাফিজুল ইসলাম গ্রুপের কর্মী রেজাউল করিম ওরফে আবু ডাক্তার মারাত্মক আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

সংঘর্ষের কারণে ওয়ার্ড কমিটি গঠন পণ্ড হয়ে যায়। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

গোয়ালন্দ থানার ওসি জানান, পুনরায় উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় কাউজানি ও মুন্সীপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দীন জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে রেজাউল করিম নামে আওয়ামী লীগের এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় দেবগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ১০ জন আহত হয়েছে। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
X
Fresh