logo
  • ঢাকা মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯, ২৮ কার্তিক ১৪২৬

থানায় বর সেজে কেক কেটে বদলি হলেন ওসি

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১৪ অক্টোবর ২০১৯, ১৭:১২
বদলি, সিলেট, প্রশাসন
বর্ষপূর্তি উপলক্ষে থানায় কেক কাটার আগ মুহূর্তে ওসি এস এম আল মামুন
সিলেটের ওসমানি নগর থানায় বরের বেশে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটায় বদলি করা হয়েছে ওসি এস এম আল মামুনকে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আমিনুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, প্রশাসনিক কারণে ওসমানীনগর থানার ওসিকে বদলি করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

নতুন ওসি নিয়োগের আগ পর্যন্ত পরিদর্শক (তদন্ত) আপাতত এই থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে কাজ করবেন।

প্রসঙ্গত, সিলেটের ওসমানিনগর থানার ওসি এস এম আল মামুন গেল বছর ওসমানীনগর থানায় যোগ দেন। ১০ অক্টোবর এ থানায় তার যোগদানের এক বছর পূর্ণ হয়। এ উপলক্ষে থানার মধ্যে বিশাল আয়োজনে বছরপূর্তি পালন করেন তিনি। ওই রাতে শেরওয়ানি পরে বরের বেশে থানায় বিশাল কেক কাটেন। ছিল খাওয়া-দাওয়ার বিশাল আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন ওসি মামুন। এরপর তাকে বদলি করে পুলিশ প্রশাসন।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়