• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভৈরবে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ অক্টোবর ২০১৯, ১৯:১৩
মৃত্যু, হাসপাতাল, চিকিৎসা
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর পলাতক রয়েছেন চিকিৎসক ও হাসপাতালের মালিক।

স্বজনরা জানান, গেল বৃহস্পতিবার সকালে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি হন নরসিংদীর রায়পুরা উপজেলার মানিকনগর গ্রামের শাহজাহানের স্ত্রী রানু বেগম।

একইদিন দুপুরে সিজারিয়ানের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। এরপর মা ও ছেলে সুস্থ ছিলেন। তবে গতকাল শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ইনজেকশন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই রোগী রানু বেগম মারা যান বলে অভিযোগ করেন স্বজনরা।

এ ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক শফিকুল ইসলাম ও হাসপাতালের মালিক ডাক্তার বুলবুল আহমেদ পলাতক রয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে হিট স্ট্রোকে ৫ জনের মৃত্যু
ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
X
Fresh