• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বারডেম হাসপাতালে টেলিভিশন বিস্ফোরণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৯, ১৯:৪৩
বারডেম হাসপাতাল টেলিভিশন বিস্ফোরণ

রাজধানীর বারডেম হাসপাতালের ১২তলার একটি কেবিনে টেলিভিশন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও এতে ওই কক্ষে অবস্থানরত রোগীর কোনো ক্ষতি হয়নি।

বারডেম হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক আরটিভি অনলাইনকে জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের ১২০৬ নম্বর কেবিনে একটি পুরোনো মডেলের টেলিভিশন বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর ওই কক্ষের রোগীকে দ্রুত বের করে আনা হয়।

এটাই তাদের হাসপাতালে প্রথম টেলিভিশন বিস্ফোরণের ঘটনা জানিয়ে তিনি আরও বলেন, বিস্ফোরণে আগুন লাগেনি এবং কক্ষেরও কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর থেকে পর্যায়ক্রমে হাসপাতালের সব কেবিনের পুরোনো টেলিভিশনগুলো পাল্টে দেওয়া হচ্ছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh