• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোটালীপাড়ায় ২৫ গুণিজনকে সম্মাননা প্রদান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১১ অক্টোবর ২০১৯, ১৮:৫৩
কোটালীপাড়ায় ২৫ গুণিজনকে সম্মাননা প্রদান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের পক্ষ থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনিল কুমার দেসহ ২৫ গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল গ্রামে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত অন্যান্য গুণিজন হলেন-গোপালপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ মিয়া, সাবেক যুগ্মসচিব জেমস হিল্টন, কান্দি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক তিলকচন্দ্র বাড়ৈ, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাশীনাথ মণ্ডল, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অমরচন্দ্র বৈরাগী, ভেন্নাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জগদীশ মল্লিক, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র বাড়ৈ, বিনয়কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তরণীকান্ত অধিকারী, নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সহদেব বৈদ্য, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গলাল চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুজিবুল হক, কাজী মন্টু মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ নিত্যানন্দ বিশ্বাস, চন্দ্রিকা জ্ঞান পাঠাগারের প্রতিষ্ঠাতা সুনীল কুমার গাঙ্গুলী, রামশীল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ জয়দেব চন্দ্র বালা, শেখ রাসেল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ, আইনজীবী বিষ্ণু অধিকারী, ইঞ্জিনিয়ার বীরেন্দ্রনাথ দাস, রাজৈর ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক শিখারানি বিশ্বাস, ফৌজদারহাট নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ শোভারানি বিশ্বাস, আলোকচিত্রী পল ডেভিড বারিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চেয়ারম্যান নমিতা মণ্ডল, কৃষিবিদ অরবিন্দ রায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সন্দিপ হালদার, ডা. হরিপদ রায় অমিত।

উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গুণিজনদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। এর আগে সংগঠনটির সদস্যরা গুণিজনদের উত্তরীয় পরিয়ে দেন ও ফুলেল শুভেচ্ছা জানান।

সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুরুতে গত ২৪ বছরের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন সন্দিপ হালদার। এরপর কান্দি ইউনিয়নের প্রায় ১০০ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।

কান্দি ইউনিয়ন যুব সংঘ-ঢাকার সভাপতি তুষার মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন্ত কুমার হালদার, সাবেক সভাপতি ও সাংবাদিক প্রশান্ত অধিকারী প্রমুখ। সম্মাননা প্রদান শেষে জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের পরিবেশনায় সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৩
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
X
Fresh