• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এলাকাবাসীর তোপের মুখে ১৫ মিনিটেই আবরারের বাড়ি ত্যাগ করলেন ভিসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ অক্টোবর ২০১৯, ১৮:২০
এলাকাবাসীর তোপের মুখে ১৫ মিনিটেই আবরারের বাড়ি ত্যাগ করলেন ভিসি
আবরারের কবর জিয়ারতে ভিসি

এলাকাবাসীর বিক্ষোভের মুখে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গায় আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

আজ বুধবার বিকেল ৫টার দিকে কুমারখালীর রায়ডাঙ্গায় ফাহাদের বাড়িতে পৌঁছান বুয়েট ভিসি। সেসময় উপস্থিত এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে ভিসি আবরারের দাদা আব্দুল গফুর ও বাবা বরকত উল্লাহর সঙ্গে কবরস্থানে যান এবং জিয়ারত করেন।

তবে এলাকাবাসীর তোপের মুখে উপাচার্য রায়ডাঙ্গায় ১৫ মিনিটের বেশি থাকতে পারেননি। দ্রুত স্থানত্যাগ করতে বাধ্য হন তিনি।

ভিসির উপস্থিতেই বিক্ষুব্ধ জনতাকে আবরারের খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য বিকেল তিনটার দিতে কুষ্টিয়া সার্কিট হাউসে পৌঁছান ভিসি। সেখান থেকে কুমারখালী উপজেলায় রায়ডাঙ্গা গ্রামে যান ভিসি সাইফুল ইসলাম।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা
মা-বাবার কবর জিয়ারত করতে এসে প্রাণ গেল প্রবাসী মুছার
X
Fresh