• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে চাচা-ভাতিজার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৯ অক্টোবর ২০১৯, ১২:১৩
বিস্ফোরণে চাচা-ভাতিজা মৃত্যু
চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে চাচা-ভাতিজা মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে এক যুবক ও তার ভাতিজার মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- আলমগীর (১৯) ও বায়জীদ (১৮)।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাত তিনটার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামের একটি চায়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছে পুলিশ।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বায়জীদ ও আলমগীর শ্রীরামপুর গ্রামের শাহজাহান মিয়ার চায়ের দোকানে কাজ করতেন। মঙ্গলবার রাতে দুর্গাপূজার মূর্তি বিসর্জন দেখে দোকানে এসে ঘুমিয়ে পড়েন তারা। রাত তিনটার দিকে দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এ আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বায়জীদ ও আলমগীর মারা যায়। পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh