• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি চলছে

খুলনা প্রতিনিধি

  ০৯ অক্টোবর ২০১৯, ১০:১৩
খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি
খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি ।। ফাইল ছবি

দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি চলছে।

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের ডাকে আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে বিকেল ৬টা পর্যন্ত।

কর্মবিরতির ফলে ১০ ঘণ্টা খুলনা মহানগরীর খালিশপুরের তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে।

এই কর্মবিরতিসহ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জ্বালানি তেল ব্যবসার সঙ্গে যুক্ত মালিক ও শ্রমিকদের চারটি সংগঠন।

ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বলেন, গেল ৪ এপ্রিল খুলনার আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটলেও ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও থানায় মামলা হয়। পরে ওই মামলার চার্জশিটে দুইজন ট্যাংক-লরি শ্রমিককে আসামী করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে তারা কর্মবিরতি করছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জে চলছে মাংস ব্যবসায়ীদের কর্মবিরতি 
সুনামগঞ্জে অনির্দিষ্টকাল মাংস ব্যবসায়ীদের কর্মবিরতি 
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার 
পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা
X
Fresh