• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

  ০৮ অক্টোবর ২০১৯, ০৯:৫৩
ঝিনাইদহে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহ কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কমলা বেগম (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছেন।

সোমবার (৭ অক্টোবর) রাতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কমলা বেগম উপজেলার বড় সিমলা গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

কমলা বেগমের ননদ হাজেরা বেগম জানান, তার ভাবি ৫ দিন আগে থেকে জ্বরে ভুগছিল। স্থানীয়ভাবে চিকিৎসককে দেখিয়েও কোন কাজ হচ্ছিল না। এক পর্যায়ে খুব বেশি অসুস্থ হয়ে পড়লে রোববার রাতে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। এরপর পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে।
কালীগঞ্জ হাসপাতালের কর্মরত চিকিৎসক সুলতান আহম্মেদ জানান, বেশ কয়েক দিন আগেই কমলা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা দেয়ার অবস্থায় তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুসাইন সাফায়াত জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে কমলা বেগম অত্যন্ত খারাপ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh