• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে আরমান

কুমিল্লা প্রতিনিধি

  ০৭ অক্টোবর ২০১৯, ০৯:২০
এনামুল হক আরমান
এনামুল হক আরমান ।। ছবি : ফাইল ছবি

র‌্যাবের হাতে গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী এনামুল হক আরমানকে ফেনী থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে র‌্যাব- ৭ তাকে ফেনী থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক সেবনের অভিযোগে আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

এদিকে, ফেনী থেকে আরমানকে কুমিল্লায় কারাগারে নিয়ে আসার পথে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। র‌্যাব ৭ এর কর্মকর্তা এসআই সজীব মিয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করে।

এর আগে রোববার সন্ধ্যায় হেলিকপ্টারযোগে আরমানকে ফেনীতে নিয়ে আসে র‌্যাব সদস্যরা।

রোববার (৫ অক্টোবর) ভোরে জেলার সীমান্তবর্তী ও জামায়াত অধ্যুষিত আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামের মনির চৌধুরীর বাড়ি থেকে ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh