• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গুতে বোনের মৃত্যু, হাসপাতালে ভাই

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৬ অক্টোবর ২০১৯, ১২:৪৩

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে সুমি বৈদ্য (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে তার ছোট ভাই অরুপ বৈদ্য (১৬) হাসপাতালে ভর্তি আছে। 

শনিবার (৫ অক্টোবর) রাতে নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুমি বৈদ্য খুলশী থানাধীন ফয়’স লেক বৈশাখী ভবনের সুনিল বৈদ্য’র মেয়ে এবং নগরীর এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সম্প্রতি এইএসসি পাস করেছেন।

জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হওয়ায় সুমির শরীরে রক্ত প্রবাহিত হয়েছে। শুনেছি, সুমির ডেঙ্গু ধরা পড়ার পর তার বাবার ফার্মেসির দোকান থাকায় নিজে নিজেই চিকিৎসা করেছিলেন। এ বিষয়ে অবহেলা না করে যদি প্রথমেই চিকিৎসা করাতো হয়তো সুমি বেঁচে যেতেন। 

তিনি বলেন, চমেক হাসপাতালে সুমির ছোট ভাই অরুপকে দেখে এসেছি। সে কিছুটা ভালো আছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
সক্ষমতার অভাবে দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি (ভিডিও)
X
Fresh