• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পদ্মায় তীব্র স্রোত : আজও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ বন্ধ

আরটিভি অনলাইন

  ০৫ অক্টোবর ২০১৯, ১১:৩৬
পদ্মায় তীব্র স্রোত
পদ্মায় তীব্র স্রোত ।। ফাইল ছবি

পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল আজ শনিবার (৫ অক্টোবর) বন্ধ রয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় লঞ্চে পার হওয়া যাত্রীরা ফেরিতে করে পারাপার হচ্ছেন।

স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারার আশঙ্কায় রাজবাড়ী জেলা প্রশাসক গতকাল লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন।

এছাড়া পদ্মায় স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরি চলাচলেও ব্যাঘাত ঘটছে।

জানা যায়, গেল ২৪ ঘণ্টায় রাজবাড়ীর দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি ৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, গেল কয়েক দিন ধরে পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই দৌলতদিয়ায় যানবাহনের সিরিয়াল তৈরি হচ্ছে।

বর্তমানে এ রুটে ১৬টির মধ্যে ১০টি ফেরি চলাচল করছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তের ছয়টি ফেরি ঘাটের চারটি ঘাট চালু রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh