• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি

  ০৪ অক্টোবর ২০১৯, ১৯:৩৯
কুমিল্লা সড়ক দুর্ঘটনা নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার সামনে শুক্রবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহন এর একটি যাত্রীবাহী বাস শান্তি পরিবহনের অপর একটি বাস এবং শাপলা পরিবহনে ঢাকা পরিবহনের যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সদর দক্ষিণ মডেল থানার সামনে উল্টোদিক থেকে আসা একটি হাইড্রোলিক ট্রাকের সাথে ঢাকাগামী হানিফ পরিবহনের সংঘর্ষ ঘটে। তারপরেই পেছন থেকে শান্তি ও শাপলা পরিবহনের বাসগুলো এসে আছড়ে পরে। এতে ঘটনাস্থলে কুমিল্লা মহানগরীর বাগিচাগাও এলাকার আবদুল মান্নানের ছেলে সাজেদুর রহমান সান্টু এবং বারুইয়ের হাট এলাকার সলিমুল্লাহর ছেলে রহিম মানিক নিহত হয়। আহত হয় অন্তত ১০ বাসযাত্রী।

অন্যদিকে চৌয়ারা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার পরিদর্শক মোঃ আলমগীর হোসেন।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকার বেশি : বিআরটিএ
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
ঈদযাত্রায় সড়কে ঝরল ৪০৭ প্রাণ
X
Fresh