• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আখাউড়ায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আরটিভিভি অনলাইন

  ০৪ অক্টোবর ২০১৯, ১০:২১
ট্রেন, লাইনচ্যুত, বগি
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। এরপর প্রায় এক ঘণ্টা সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ থাকে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়।

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সেতাফুর রহমান আরটিভি অনলাইনকে জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান আরটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় হয়নি। এ পথে বেলা একটার আগে আর কোনও ট্রেন নেই।