• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভাঙনের হুমকিতে দৌলতদিয়া ফেরিঘাট

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ অক্টোবর ২০১৯, ১২:৪৫
ফেরিঘাট, দৌলতদিয়া, বন্ধ
দৌলতদিয়া ফেরিঘাট

রাজবাড়ীতে পদ্মার পানি বাড়ছেই। গেল ১২ দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চলের দেখা দিয়েছে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা ও নদী ভাঙনের প্রকোপ।

গেল ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদীর পানি এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে তা আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মায় দৌলতদিয়া পয়েন্টে শুরু হয়েছে তীব্র ঘূর্ণায়মান স্রোত ও নদী ভাঙন।

অব্যাহত পানি বৃদ্ধিতে জেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে কর্মহীন জীবন-যাপন করছেন।

পানি বৃদ্ধিতে তীব্র ঘূর্ণায়মান স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের এক ও দুই নম্বর ফেরিঘাটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

পদ্মায় তীব্র ও ঘূর্ণী স্রোতের কারণে ফেরি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। স্রোতের কারণে ঘাটের পল্টুনে ফেরি ভিড়াতে চরম বিপাকে পরছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

তবে অন্তত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত ঠিক রাখতে জরুরি ভিত্তিতে ফেরি ও লঞ্চ ঘাট রক্ষা করতে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড ওই দুই ফেরি ঘাটে ২০ হাজার বালু ভর্তি জিও ব্যাগ জরুরিভাবে নদীতে ফেলে ঘাট সচল করার চেষ্টা করা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh