• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দেশের সবচে বড় ইলিশ উৎসব অনুষ্ঠিত হলো বরগুনায়

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ অক্টোবর ২০১৯, ১২:২০
ইলিশ, মাছ, মেলা
বরগুনার সার্কিট হাউজ মাঠে ইলিশ মেলার চিত্র

বিষখালী, বলেশ্বর ও পায়রাবিধৌত বঙ্গোপসাগরের তীরঘেঁষা দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় জেলা বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ইলিশ উৎসব।

যৌথভাবে এর আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম।

গতকাল দিনব্যাপী জেলা সার্কিট হাউজ মাঠে উৎসবটি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, দেশের সর্ববৃহৎ এ ইলিশ উৎসবে অংশ নেয় জেলার ছয়টি উপজেলা থেকে ২৫টি স্টল। স্টলগুলোতে ছিল রান্না করা ইলিশের শতাধিক ধরনের বাহারি খাবার। স্বল্পমূল্যে বিক্রি হয় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীসহ বঙ্গোপসাগরের সুস্বাদু তাজা ইলিশ।