• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পেঁয়াজের দাম বেশি রাখায় ৫৮ হাজার টাকা জরিমানা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ অক্টোবর ২০১৯, ১০:৪১
পেঁয়াজ, জরিমানা, ৫৮ হাজার, টাকা
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে শহরের চক বাজারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল এ অভিযান পরিচালনা করেন।

এ সময় পেঁয়াজের অতিরিক্ত দাম রাখায় ও মূল্য তালিকা না থাকার কারণে পেয়াঁজের আড়ত সোনালি স্টোরকে ২৫ হাজারসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, প্রশাসনের পক্ষ থেকে পেঁয়াজের পাইকারি মূল্য ৬৮ টাকা ও খুচরা মূল্য ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজ অতিরিক্ত দরে বিক্রি করছে। নির্ধারিত মূল্যের বাইরে কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।