• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মানিকগঞ্জে পাইকারি বাজারে অভিযান

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ০২ অক্টোবর ২০১৯, ১৮:১১
পেঁয়াজের দাম মানিকগঞ্জ পাইকারি বাজার অভিযান

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মানিকগঞ্জে পাইকারি বাজারে অভিযান করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও ভাটবাউর এলাকায় কাঁচামালের আড়তে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

পেঁয়াজের ক্রয় ভাউচার দেখাতে না পারা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পরিমাপে কারচুপির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

আসাদুজ্জামান রুমেল দাবি করেন, অভিযান পরিচালনার পর থেকে বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ব্যবসায়ীরা বিক্রয় করছেন ৭০ থেকে ৮০ টাকা করে। এর আগে এই তিনটি বাজারে পাইকারি বাজারে ৯৬ টাকা করে পেঁয়াজ বেচা কেনা হচ্ছিল।

অভিযানের সময় কাঁচাবাজার মালিক সমিতি ও আড়তদারদের সাথে মতবিনিময় করেন তিনি।

কোনোভাবেই পেঁয়াজের বাজার অস্থিতিশীল করা যাবে না বলে তিনি সতর্ক করে দেন ব্যবসায়ীদের।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
রাজধানীতে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার
আরও কমেছে পেঁয়াজের দাম, বেড়েছে ডিমের
X
Fresh