• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ অক্টোবর ২০১৯, ১৫:৫৭
আহত, বাস, দুর্ঘটনা
ফাইল ছবি

টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় ও মধুপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিনিময় সার্ভিসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ছেড়ে টাঙ্গাইল হয়ে ধনবাড়ীর উদ্দেশে আসছিল। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বেকারকোণা নামক স্থানে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাইবেশন করা বিপরীত দিকের খালে পড়ে উল্টে যায়।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আহত যাত্রীদের উদ্ধার করে। এর মধ্যে আশঙ্কাজনক ১৫ জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী রণী গোস্বামী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দুটি বাস পাল্লাপাল্লি করে বেপরোয়াভাবে চালিয়ে আসছিল। এতেই এই দুর্ঘটনা ঘটে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে শিশুর যত্নে যা করবেন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
X
Fresh