• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেপরোয়া গতির ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

পাবনা প্রতিনিধি

আরটিভি অনলাইন

  ০২ অক্টোবর ২০১৯, ১৪:৩৬
ট্রাক, স্কুলছাত্র, বেপরোয়া
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আইকে রোডের সাঁকড়েগাড়ি মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম সম্পদ হোসেন (১৬)। সে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে এবং স্থানীয় ভাষাশহীদ উচ্চ বিদ্যা নিকেতনের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্পদ সকালে প্রাইভেট পড়ে সাইকেলে করে বাসায় ফিরছিল। পথে জয়নগর শিমুলতলার দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
X
Fresh