• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সরাইলে নারী ও শিশুরা অন্য গ্রামে, পুরুষরা উধাও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০২ অক্টোবর ২০১৯, ০৯:৩৪
গ্রাম, নারী, পুরুষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ সামসু মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের বুড্ডা গ্রামে এই ঘটনা ঘটে।

এতে আতঙ্কিত হয়ে নারী ও শিশুরা গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছে। পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। ফলে এলাকার ব্যবসা বাণিজ্য এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও ব্যহত হচ্ছে।

আধিপত্য বিস্তার নিয়ে বুড্ডা গ্রামের অলি আহাদ মৃধা মেম্বার ও শামসু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গেল ১৪ সেপ্টেম্বর বুড্ডা গ্রামে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সামসু মিয়া নিহত হন।এরপর থেকে নিহত সামসু মিয়ার লোকজন প্রতিনিয়তই অলি আহাদ মৃধা মেম্বারের লোকজনদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাৎ হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৭
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু
X
Fresh