• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘হেলমেট নেই পেট্রোল নেই’

সিলেট সংবাদদাতা

  ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৪
পেট্রোল, জরিমানা, হেলমেট

সিলেট নগরের পেট্রোল পাম্পগুলো থেকে পেট্রোল নিতে হলে অবশ্যই মাথায় হেলমেট থাকতে হবে। হেলমেট না থাকলে কোনও মোটরসাইকেল চালকদের পেট্রোল দেওয়া হবে না।

সড়কে শৃঙ্খলা ফেরাতে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

আগামীকাল মঙ্গলবার থেকে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম কার্যকর করা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।

সিলেট মহানহগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের বাস্তবায়ন করতে গেল ২৫ সেপ্টেম্বর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সিলেটের পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠক করেছেন। মালিক সমিতির নেতারাও এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে পেট্রোল বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দেন।