• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজবাড়ীতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা (ভিডিও)

রাজবাড়ী প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৫

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গ পূজার প্রস্তুতি চলছে রাজবাড়ি ও মৌলভীবাজারে। দেবি দুর্গাকে সাজাতে ব্যস্ততা চলছে প্রতিমা শিল্পীদের। সুষ্ঠুভাবে পূজা উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখছে প্রশাসন।

শরতের কাশফুল জানিয়ে দিচ্ছে দেবী দূর্গার আগমনী বার্তা। ঢাকের তালে দেবীকে আহবান জানাতে প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা ।

তাইতো রাজবাড়ীর বিভিন্ন স্থানে দেবি দুর্গাকে সাজানোর কাজ চলছে। বালিয়াকান্দির জামলপুর মন্দিরে সাত হাজার বাঁশ দিয়ে ১১টি স্থানে মন্দির নির্মাণ করা হয়েছে। এসব মন্দিরে সাড়ে চারশ প্রতিমা স্থাপন করে সনাতন ধর্মের বিভিন্ন দিক তুলে ধরার কথা জানান সংশ্লিষ্টরা। এছাড়া বালিয়াকান্দির মহেশ্বরী অঙ্গনে ১৪ হাতের দূর্গা প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে।

জেলার ৪শ বেশি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চতের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

মৌলভীবাজারে হাজারো মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। কুলাউড়ার শিববাড়ী, রাজনগরের পাঁচগাও, সদরের ত্রিনয়নী ও শ্রীমঙ্গলের নব দূর্গা জেলার চারটি বড় মন্ডপ। তা ঘিরে উৎসাহ বিরাজ করছে ভক্তদের মাঝে। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা নেয়ার কথা জানায় পুলিশ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh