• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গু জ্বরে বরিশালে এক নারীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:২১
ডেঙ্গু জ্বরে বরিশালে এক নারীর মৃত্যু
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত সাধনা রানী (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার ভোরে তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

মৃত সাধনা রানী বাবুল চন্দ্র হাওলাদারের স্ত্রী। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার জোয়ার করুণা গ্রামে।

হাসপাতালের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন জানান, শনিবার রাত ১০টায় সাধনা রানীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। রোববার ভোর সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সারাদেশের হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৮৭ হাজার ২৬৩। ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৫ হাজার ৩২৩ জন। অর্থাৎ সারাদেশে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৯৮ শতাংশ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
পাথরঘাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
X
Fresh