• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টিয়া পাখির জন্য বাবা-ছেলের আত্মহত্যার চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৮
বাবা, ছেলে, মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পোষা টিয়া পাখি ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া করে বাবা ও ছেলে বিষপান করে আত্মহত্যা চেষ্টা করেছেন।

দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, ওই এলাকার আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম তার বাড়িতে একটি টিয়া পাখি পোষতেন। শুক্রবার সন্ধ্যার আগে টিয়া পাখিটি ছেড়ে দিয়ে মাকে দেখতে বলে বাহিরে চলে যান রবিউল। কিছুক্ষণ পর এসে দেখতে পান কুকুর তার পোষা টিয়া পাখিটিকে মেরে ফেলছে।

এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মায়ের সঙ্গে অভিমান করে ছেলে রবিউল ইসলাম বিষপান করেন। এ খবর পেয়ে রবিউল ইসলামের বাবা আবুল হোসেনও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বাবা-ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রমজান আলী আরটিভি অনলাইনকে জানান, বাবা ও ছেলে দুজনেই আশঙ্কামুক্ত। তবে সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহির ছেলের জন্মদিনে যে বার্তা দিলেন পরীমণি
ওষুধ কিনতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা
মোংলায় আ.লীগ নেতা ও তার ছেলেকে কুপিয়ে জখম
আম্বানির ছেলের বউ যার সঙ্গে প্রেম করতেন
X
Fresh