• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফরিদপুরে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু (ভিডিও)

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৮

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তিনি মারা যান।

সিরাজুল ইসলাম সালথা উপজেলার নারানদিয়া গ্রামের মৃত শেখ ফেলুর ছেলে।

তার স্ত্রী মাসুদা আক্তার জানান, গেল ২৪ তারিখ সিরাজুল ইসলাম জ্বরে আক্রান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল। আজ সকালে তিনি মার যান।

তিনি বলেন, আমরা স্বামীর ব্যবসা সূত্রে বসবাস করি মাদারীপুর জেলার শিবচরে। সেখানে তাকে দাফন করা হবে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : কিশোরগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ছেলে জখম
---------------------------------------------------------------------

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, গেল ২৪ তারিখ সিরাজুল ইসলাম জ্বরে আক্রান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে জেলার হাসপাতাল গুলোতে মোট চিকিৎসা নিচ্ছেন ২০৩ জন। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ২ হাজার ৭৯৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বাড়িতে ফিরে গেছেন ২ হাজার ১৪৬ জন রোগী। আর ঢাকায় রেফার্ড করা হয়েছে ৪৩৭ জনকে।

জেলার সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত শিশুসহ ডেঙ্গু জ্বর ১০ জনের মৃত্যু হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়লা জমা দিলেই টাকা দেবে ডিএনসিসি 
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
ডেঙ্গু ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ
X
Fresh