• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ, পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৬
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ।। ফাইল ছবি

নাব্যতা সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে এ রুটের সব ফেরি চলাচল বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে ৫ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে।

জানা যায়, লৌহজং টার্নিং পয়েন্ট, বিকল্প চ্যানেল ও পুরাতন চ্যানেলে পলি ও বালু জমে নাব্যতা সঙ্কটের সৃষ্টি হয়েছে। গত ৬ মাস ধরে ড্রেজিং করেও এই দুর্যোগ মোকাবিলায় টিকে থাকতে পারছে না বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের ড্রেজিং বিভাগ।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, চ্যানেলের মুখে বালু জমে নাব্যতা সঙ্কটের সৃষ্টি হয়েছে। ফেরি চলাচলে সাড়ে ৭ ফিটের উপর পানির প্রয়োজন থাকলেও এখন পানি তার অনেক নিচে রয়েছে। ফেরিগুলো যেন আটকে না যায় তাই দুর্ঘটনা এড়াতে আজ ভোর ৫টা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগ মাওয়া সহকারী প্রকৌশলী আব্দুর রহমান জানান, তারা ১২টি ড্রেজার দিয়ে পলি অপসারণ করছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
ফেরি থেকে নামতে গিয়ে ট্রাক নদীতে
৯০ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ 
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
X
Fresh