• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জমে উঠেছে রংপুর-৩ আসনের উপনির্বাচন

রংপুর প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১
রংপুর-৩ উপনির্বাচন

প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে রংপুর-৩ আসনের উপনির্বাচন। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য এই আসনকে ঘিরে প্রার্থীরা ছুটছেন ভোটাদের দ্বারে দ্বারে। এদিকে, নির্বাচনের পরে সাংসদকে কাছে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, পিছিয়ে পড়া রংপুর উন্নয়নের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গা কবলিত জেলা হিসেবে পরিচিত ছিল রংপুর। রংপুরে উন্নয়নের ছোঁয়া লাগে ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর। বহুমুখি উন্নয়নে ২০১৮ সালে গঠিত হয় মেট্রোপলিটন সিটি। কিন্তু বর্তমান ৬টি আসনের একজন এমপি ছাড়া ৫ জনই বহিরাগত হওয়ায় নাখোশ সাধারণ মানুষ।

মহাজোটের স্বার্থে অবহেলিত রংপুরের উন্নয়নের কাজ এগিয়ে নেবেন প্রধানমন্ত্রী, এমন প্রত্যাশা আওয়ামী লীগ নেতারদের।

নির্বাচিত হয়ে রংপুরের উন্নয়নের নিজেদেরকে নিয়োজিত করার প্রতিশ্রুতি দিলেন প্রার্থীরা।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শুন্য এই আসনের উপনির্বাচন হবে আগামী ৫ অক্টোবর।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান হলেন এমপির এপিএস 
চাঁদপুরে উপনির্বাচনে মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত
মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র আফরিন
নারায়ণগঞ্জে ইউপি উপনির্বাচনে ফল ঘোষণার পর সংঘর্ষ, যুবক নিহত
X
Fresh