• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কটিয়াদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২
কিশোরগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪
কিশোরগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আচমিতা-মধ্যপাড়া সড়কের দুই কিলোমিটার ব্যবধানে পর পর তিনটি দুর্ঘটনায় এ ঘটনা ঘটে।

বিকেল চারটায় উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস যাতায়াত পরিবহন ও শ্যামল ছায়া সার্ভিসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর বিকাল ৫টায় বানিয়াগ্রাম তেভাগা নামক স্থানে একটি অন্যন্যা সুপার পরিবহন জমিতে পরে যায়। সর্বশেষ সন্ধ্যায় একই স্থানে অন্যন্যা সুপারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হওয়ার ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে নিহত ঘোষণা করেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের এসআই ডিএম জহিরুল ইসলাম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দু'জনের মরদেহ কটিয়াদী হাসপাতালে এবং বাকি দু'জনের মরদেহ ভাগলপুর হাসপাতালে রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার
দাঁড়িয়ে থাকা গাড়িকে পিকআপের ধাক্কা, নিহত ২
X
Fresh