• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খানাখন্দে ভরা দৌলতদিয়ার ১৬ কিলোমিটার মহাসড়ক

রাজবাড়ী প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১২
খানাখন্দে ভরা দৌলতদিয়া মহাসড়ক

বেহাল অবস্থায় পড়ে আছে রাজবাড়ীর বসন্তপুর থেকে দৌলতদিয়া পর্যন্ত ব্যস্ত এই মহাসড়কের ১৬ কিলোমিটার অংশ। বর্ষার শুরুতেই সমস্ত রাস্তা দিয়েই ছোট বড় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। অন্যদিকে গোয়ালন্দ থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩ কিলোমিটার অংশের সম্প্রসারণ ও সংস্কার কাজ চলছে ধীরগতিতে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ঢাকা-খুলনা মহাড়কের রাজবাড়ীর দৌলতদিয়া সড়ক। এ সড়কের ১৬ কিলোমিটর এলাকায় হাজার হাজার খানাখন্দে ভরা। বিশেষ করে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দেড় কিলোমিটার অংশে বছরের বেশিরভাগ সময় জুড়েই থাকে জলাবদ্ধতা। এ নিয়ে যাত্রী ও পরিবহন চালকদের রয়েছে ব্যাপক ক্ষোভ।

অন্যদিকে ৩৯৫ কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ৩৩ কিলোমিটার অংশের সম্প্রসারণ ও সংস্কার কাজ শুরু করে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান। রাস্তাটির গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী বাস টার্মিনাল পর্যন্ত কাজের অগ্রগতি হলেও দ্বিতীয় অংশের নেই তেমন কোনো অগ্রগতি। বিষয়টি স্বীকার করেছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান।

ঠিকাদারী প্রতিষ্ঠান মীর হাবিবুর আলম কন্সট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম দেখাচ্ছেন পুরোনো অজুহাত।

কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

জনভোগান্তি কমাতে প্রশাসন এবার শক্ত ব্যবস্থা নেবে এমন আশা সবার।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতদিয়ায় কর্মস্থলগামী মানুষের চাপ, নেই ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
মহাসড়কের পর ট্রেনে মই ব্যবসা
বাসের অপেক্ষায় যাত্রীরা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা
X
Fresh