• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের দর স্থিতিশীল

সাতক্ষীরা প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৬
পেঁয়াজ, ভোমরা, বাজার

ভারত সরকারের রপ্তানি মূল্য নির্ধারণ ও আভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধির কারণে ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের দর স্থিতিশীল রয়েছে। এই বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি স্বাভাবিকের চেয়ে এক-তৃতীয়াংশে নেমে এসেছে।

গেল এক সপ্তাহ ধরে ভোমরার পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি ৬২ থেকে ৬৩ টাকা দরে।

কয়েকজন পেঁয়াজ আমদানিকারক জানান, প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ছিল ৩৫০ ডলার। কিন্তু সম্প্রতি ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য ৮৫০ ডলার নির্ধারণ করে দিয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের নাসিক বাণিজ্যিক কেন্দ্রে পেঁয়াজের দর বেড়ে গেছে।যার কারণে পেঁয়াজের বাজারে এই বিরূপ প্রভাব পড়েছে।

ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন ৭৫ ট্রাক পেঁয়াজ আমদানির কোটা নির্ধারিত থাকলেও গেল কয়েক দিনে গড় ২৭ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। উচ্চ দরে পেঁয়াজ বিক্রি করেও আমদানিকারকরা লাভের মুখ দেখতে পারছে না। ব্যবসায়ীরা জানিয়েছে, মিশর থেকে একটি পেঁয়াজবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থান করছে। জাহাজটি খালাস হলে পেঁয়াজের বাজার স্থিতিশীল হতে পারে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
৪০০ সিসির পালসার বাজারে আসার আগেই ফাঁস হলো দাম
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
X
Fresh