• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় বিস্ফোরক পাওয়া গেছে : মনিরুল (ভিডিও)

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৩

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচরের তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক পাওয়া গেছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সিটিটিসি প্রধান মনিরুল বলেন, জঙ্গি আস্তানায় থেকে যে বিস্ফোরক পাওয়া গেছে সেগুলো দিয়ে আরও অন্তত ১৫-২০টি বোমা (আইইডি) তৈরি করা যেতো।

তিনি আরও জানান, সম্প্রতি ঢাকার একাধিক স্থানে বিস্ফোরিত ককটেলের সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বিস্ফোরকের মিল পাওয়া গেছে।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে নব্য জেএমবির আস্তানা সন্দেহে বাসাটি ঘিরে রাখে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। সকালে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদ উদ্দিন (২৭), তার স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু ও জামাল উদ্দিন রফিক।

পরে বেলা ১১টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর অভিযান শুরু হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh