logo
  • ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

গুলশানের তিন স্পা সেন্টার সিলগালা, ১৬ নারীসহ আটক ১৯ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৩ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭
রাজধানীর গুলশান-১ নম্বরের নাভানা টাওয়ারের অভিযানে তিনটি স্পা সেন্টার থেকে ১৬ নারীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৯টা থেকে ওই স্পা সেন্টারগুলোতে অভিযান শুরু করে পুলিশ।

গুলশান-১ এর গোলচত্বর সংলগ্ন নাভানা টাওয়ারে ওই তিনটি স্পা সেন্টারের অবস্থান। টাওয়ারটির ১৯তলায় অবস্থিত ‘লাইফ স্টাইল’, ২০তলায় ‘রেসিডেন্স সেলুন অ্যান্ড স্পা’ও ২১তলায় অবস্থিত ‘ম্যানগো স্পা’। অভিযানের পর তিনটি সেন্টারই সিলগালা করে দিয়েছে পুলিশ।

পুলিশের গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, অভিযানে নাভানা টাওয়ারের ১৯, ২০ ও ২১ তলার তিনটি স্পা সেন্টার থেকে ১৬ জন নারী এবং তিনজন পুরুষকে আটক করা হয়েছে। স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও অবৈধ ব্যবসার অভিযোগে এখানে অভিযান পরিচালনা করা হয়।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়