• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাহাড়ে ভ্রমণে গিয়ে ছিনতাইয়ের শিকার ৪০ পর্যটক

সীতাকুণ্ড প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৬
ছিনতাই, ভ্রমণ, শিকার

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণে গিয়ে ৪০ জন তরুণ গণছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় হামলায় কয়েকজন আহতও হয়েছেন।

শুক্রবার এ ঘটনার পর প্রশাসনের সহযোগিতা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ছিনতাইয়ের শিকার তরুণরা এ অভিযোগ করেন।

ওই ভিডিওতে একজন বলেন, শুক্রবার ভোরের দিকে তারা সীতাকুণ্ড পৌরসদর থেকে গাইড নিয়ে গাইডদের পরামর্শে বিভিন্ন দলে বিভক্ত হয়ে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে থাকেন। ভূমি থেকে মাঝপথে গেলে ৮-১০ জনের সশস্ত্র ডাকাতদলের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দুজনকে আঘাত করে আহত করে। তাদের সমস্ত মালামাল লুট করে। পরে তাদেরকে এক জায়গায় জড়ো করে। বন্ধুদের ডাকাতি দেখে একজন ৯৯৯ এ ফোনও করেছিল। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় থানায় যোগাযোগ করতে।

পরে সকাল সাতটার দিকে তারা থানায় যান। এ সময় পুলিশ তাদের এক ঘণ্টা বসিয়ে রাখার পর মামলা করতে বলেন। তারা সাধারণ ডায়েরি করতে চাইলে তা নেননি। বরং মামলা করলে তারা আদালতে হাজিরা দিতে হবে বলে ভীতির সৃষ্টি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন বলেন, কয়েকজন তরুণের ফোন পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করেছে।

তাদেরকে মামলা করতে বলা হয়েছে। কিন্তু কেউ বাদী হতে রাজি হননি। পরে তারা থানা থেকে বের হয়ে গেলেও আর ফেরেননি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার এশিয়া: জাতিসংঘ
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ লাখ টাকা ছিনতাই
X
Fresh