• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঠাকুরগাঁওয়ে নদী দূষণ দিন দিন বাড়ছেই (ভিডিও)

জয়নাল আবেদীন বাবুল, ঠাকুরগাঁও

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৫

স্থানীয়দের অসচেতনতা আর কলকারখানার বর্জ্যে, ঠাকুরগাঁওয়ের বুক চিরে বয়ে যাওয়া নদী গুলোর পানি দূষণ দিন দিন বাড়ছেই। নদী দূষণ ও দখলে নদীগুলো হারাচ্ছে গতিপথ। বাড়ছে পানিবাহিত নানান রোগের ঝুঁকি। দ্রুত নদীর অবৈধ দখল উচ্ছেদ ও নাব্যতা সংকট দূর করতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন, কুলিক, নাগরসহ ১৩টি ছোট বড় নদ-নদী অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। এতে দিন দিন নাব্যতা সংকট এবং গতিপথ হারিয়ে ছোট হয়ে যাচ্ছে নদ-নদীগুলো।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ (ভিডিও)
---------------------------------------------------------------------

স্থানীয়দের অভিযোগ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাধ্যমে একটি চক্র দখল করে দিচ্ছে নদীর সম্পদ। জনসাধারণের অসচেতনতা আর কলকারখানার বর্জ্য নদীতে ফেলে দূষিত করা হচ্ছে নদ-নদীর পানি।

দখলদাররা দাবি করছেন, নদী প্রবাহিত হয়ে তাদের জমির উপর দিয়ে বয়ে যাওয়ায় পরিবর্তন করা হয়েছে নদীর গতিপথ।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, যতই প্রভাবশালী হোক না কেন দখলদারদের দ্রুতই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh