• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রবাসীকে অপহরণ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ, নির্যাতনের ভিডিও ফেসবুকে

কুমিল্লা প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৩
মুক্তিপণ, টাকা, ছেলে

কুমিল্লায় ইয়াসিন আহাম্মেদ সোহাগ নামে এক প্রবাসীকে অপহরণের পর ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী চক্র।

গেল ১২ সেপ্টেম্বর অপহরণের পর টানা ছয় দিন নির্যাতন করে ১৮ সেপ্টেম্বর ওই প্রবাসীর লোমহর্ষক নির্যাতনের ভিডিও প্রকাশ করা হয়।

সিনেমার কাহিনীকে হার মানিয়েছে এ অপহরণ এবং নির্যাতনের ঘটনাটি। প্রবাসী সোহাগকে অমানবিক নির্যাতনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

অপহৃত সোহাগ (৩০) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকাড়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় অপহৃতের ভাই সুজন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলেও ঘটনার মূলহোতা সুমন মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।