• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৩
বাস ও ট্রাকের সংঘর্ষ
গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪ ।। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) মধ্য রাতে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুবেদার আব্দুর রশিদ (৪৫), বিজন হাওলাদার (২৩), একই উপজেলার রাসেল (২২) ও ছোট আমতলী গ্রামের কমল মণ্ডল (২৪)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরের নাজরপুরগামী ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ ঘটনাস্থলে পৌঁছালে সামনে চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও অপর ১৫ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এর মধ্যে মারাত্মক আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
X
Fresh