• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার (ভিডিও)

কুষ্টিয়া প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৮


কুষ্টিয়ায় চাঁদা চাওয়ার অভিযোগে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কুষ্টিয়া ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান সুজন।

ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, আটককৃত দুজন ছাড়াও ছাত্রলীগের সাবেক নেতা বিকাশ, তুহিনসহ মোট ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আলামিন জোয়ার্দার নামের এক ব্যক্তি এ মামলা দায়ের করেছে। তিনি একজন ব্যবসায়ী বলে জানা গেছে ।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত সাংবাদিকদের জানিয়েছেন, চাঁদা চাওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি, টেন্ডারবাজির অভিযোগ রয়েছে ওই সব নেতাদের বিরুদ্ধে। এছাড়াও তাদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে সৃষ্ট বিভেদকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় অশান্ত পরিবেশ তৈরির অভিযোগ আছে বলেও সূত্র দাবি করছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh