• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উত্ত্যক্তকারীর কলারে ধরে জনতার হাতে তুলে দিলো স্কুলছাত্রীরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৪
উত্ত্যক্ত, কাঠমিস্ত্রি, কলার
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমারে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক কাঠমিস্ত্রিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম দীপু রায় (২২) বোড়াগাড়ী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাগডোকরা গ্রামের রমনীপাড়ার সীতা রাম রায়ের ছেলে।

ডোমার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান তুলু জানান, কাঠমিস্ত্রি দীপু রায় প্রতিদিন মহিলা কলেজের পাশের রাস্তা দিয়ে কাজে যান। অভিযোগ রয়েছে, মেয়েদের একা পেলেই তিনি উত্ত্যক্ত করেন। শুক্রবার মেয়েরা প্রাইভেট পড়তে যাওয়ার পথে উত্ত্যক্ত করলে তারা দীপুর কলার চেপে ধরেন। তারপর এলাকাবাসী আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেয়।

ডোমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ফাতিমা ঘটনাস্থলে গিয়ে কাঠমিস্ত্রিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।