• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাভার প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৮
নিহত, মৃত্যু, সড়ক

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও তিনজন। আহতদের মধ্যে একজনকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা, আমিনবাজার এবং বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে এ দুর্ঘটনা তিনটি ঘটে।

নিহতরা ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যান চালক জীবন, কাভার্ড ভ্যান চালকের সহকারী আতিয়ার রহমান ও রিকশাযাত্রী শাহীন আলম।

পুলিশ জানায়, ভোর চারটার দিকে গেন্ডা এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনজন। পরে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিকশাচালক শাহীন আলমকে মৃত ঘোষণা করেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: সিএনজি-লেগুনার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু
---------------------------------------------------------------

একই সময়ে আমিনবাজার এলাকায় একটি বিকল ট্রাককে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে আহত হন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী। পরে তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক চালকের সহকারী আতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন।

এদিকে মধুমতি মডেল টাউন এলাকায় সড়কের পাশে পিকআপ ভ্যান থামিয়ে রাস্তা পার হয়ে পেট্রোল পাম্পে যাওয়ার পথে গাড়ির চাপায় মারা যান পিকআপ ভ্যান চালক জীবন।

নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদ আরটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহগুলো জব্দ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
X
Fresh