• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের বাজারে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৯
পেঁয়াজ, বন্দর, কেজি

ভারতের রপ্তানি মূল্য বৃদ্ধির কারণে ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার ভোমরা বাজারে পেঁয়াজের পাইকারি মূল্য ছিল ৬৫ থেকে ৭০ টাকা।

কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী জানান, প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ছিল ৩৫০ ডলার। সম্প্রতি ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য ৮৫৫ ডলার নির্ধারণ করে দেয়। যার কারণে পেঁয়াজের বাজারে এই বিরূপ প্রভাব পড়েছে। কয়েকদিন আগেও ভোমরা স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা দরে।

রপ্তানি মূল্য বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের বাজার বৃদ্ধি পেতে শুরু করে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ বাজারে পেঁয়াজের মূল্য ছিল অস্বাভাবিক। ভারত সরকার রপ্তানি মূল্য নির্ধারণ করে দেওয়ায় পেঁয়াজ আমদানি করতে গেলে ডলার পাচারের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন ৭৫ ট্রাক পেঁয়াজ আমদানির কোটা নির্ধারিত থাকলেও গত কয়েক দিন গড় ৪০ থেকে ৪৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। সপ্তাহের শেষ দিনে আজ ৫৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানিয়েছেন সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক আমির হামজা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
দ্রুত সময়ের মধ্যে মুজিবনগরে স্থলবন্দর হবে : জনপ্রশাসনমন্ত্রী 
একাধিক পদে চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ
X
Fresh