• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুই লাখ পিস ইয়াবাসহ ৮ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৫
আটক, ইয়াবা, মিয়ানমার

টেকনাফের সেন্টমার্টিনের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের আট রোহিঙ্গা নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

গতকাল বৃহস্পতিবার রাতে দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা বহনকারী একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মো. দইলা (২০), মো. রবি আলম (১৭), মো. আলম (২৫), মো. শফিকুল (১৮), মো. নুর (১৮), মো. নুর আলম (৩০), আলী আজমদ (২০) ও নুরুল আমীন (৩৫)।

---------------------------------------------------------------
আরো পড়ুন: সিএনজি-লেগুনার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু
---------------------------------------------------------------

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে এমন সংবাদ পায় কোস্টগার্ড। পরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ আটজনকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী লে. জোসেল রানা আরটিভি অনলাইনকে জানান, ইয়াবার চালানটি কার কাছে নেওয়া হচ্ছিলো তা জানতে আটক আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh