• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেখ হাসিনার আমল গণমাধ্যমের জন্য সোনালি অধ্যায়: গণপূর্তমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৪
মন্ত্রী, গণমাধ্যম, গৃহায়ণ

শেখ হাসিনার শাসনামল বর্তমান গণমাধ্যমের জন্য একটি সোনালি অধ্যায়। তার আমলেই গণমাধ্যমকে অবাধ ও উন্মুক্ত করা হয়েছে। সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয়েছে। বললেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

গতকাল বৃহস্পতিবার পিরোজপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে পিরোজপুর জেলার সাংবাদিকদের জন্য ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সাংবাদিকরা কারও বন্ধু হতে পারে না। বন্ধু হবে তার কর্ম। কেননা একজন সাংবাদিকের একটি সংবাদ সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিতে পারে।

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ছোট্ট একটি সংবাদ আমার নজরে আসার পর আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। প্রধানমন্ত্রী আমাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তখন আমি নেত্রীকে বলেছিলাম- এর সঙ্গে অনেক প্রভাবশালীরা জড়িত। তখন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন-তুমি ব্যবস্থা নাও আমি আছি। প্রধানমন্ত্রীর নির্দেশের পরে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি।