logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

অবৈধ দখলে খরস্রোতা খোয়াই নদী এখন নালায় পরিণত (ভিডিও)

অবৈধ দখলে এক সময়ের খরস্রোতা খোয়াই নদী এখন নালায় পরিণত হয়েছে। গড়ে উঠেছে সরকারি, বেসরকারি বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিমত, এভাবে চলতে থাকলে হারিয়ে যাবে পুরোনো খোয়াই নদীর অস্তিত্ব। তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া, পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য ও ২০০ ফুট প্রশস্ত পুরোনো খোয়াই নদী। দখল-দূষণে এটি পরিণত হয়েছে নালায়। প্রভাবশালী থেকে শুরু করে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও নদীপাড়ের মানুষ, সবাই সুবিধামতো দখলে নিয়েছে নদীর জায়গা।

শুধু বেসরকারিভাবেই দখল হচ্ছে না। সরকারিভাবেও নদী ভরাট করে নির্মাণ করা হয়েছে জেলা পরিষদ ভবন, মেজর জেনারেল এমএ রব স্মৃতি পাঠাগার ও জাদুঘরসহ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। নদী দখলের ফলে অল্প বৃষ্টিতে শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন শহরের দেড় লক্ষাধিক মানুষ।

দখলদারদের অনেকেরই দাবি, সরকার থেকে জমি বরাদ্দ নিয়েছেন তারা।

জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বললেন, অবৈধ দখলদারদের কেউ ছাড় পাবে না।

বার বার সময় বেঁধে দেয়া পরেও দখলদাররা সরে না যাওয়ায় এরইমধ্যে মাহমুদাবাদ এলাকার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

পি

RTVPLUS