• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হিলি স্থলবন্দরে আবারও বাড়লো পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩০
হিলি স্থলবন্দরে আবারও বাড়লো পেয়াঁজের দাম
ফাইল ছবি

হিলি স্থলবন্দরে আমদানি কমের অজুহাতে আবারও বাড়ল ভারত থেকে আমদানিকৃত পেয়াঁজের দাম। যে পেঁয়াজ গতকাল বন্দরে বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০ থেকে ৫৪ টাকা দরে। সেই পেঁয়াজ এক দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বন্দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে।

দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে মুল্য বৃদ্ধি করার পর থেকেই হিলি স্থলবন্দর দিয়ে কমেছে পেয়াঁজের আমদানি। চাহিদার তুলনায় আমদানি কমায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। রাজস্থান, গুজরাট, ইন্দুর জাতের পেয়াঁজ আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে।

হঠাৎ করে দাম বাড়া ও কমার কারণে পেয়াঁজ কিনতে এসে বিপাকে পড়তে হয়েছে বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের।

হিলি কাষ্টমসের তথ্যমতে চলতি সপ্তাহে ৬ কর্ম দিবসের ভারতীয় ৮৭ ট্রাকে ২ হাজার ১শ ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

আরো পড়ুন: বিএনপি নেতা দুদুর গ্রামের বাড়িতে হামলা

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে সোমবার থেকে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ আলু আমদানি, তবু কমছে না দাম 
X
Fresh