logo
  • ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯, ৩০ আশ্বিন ১৪২৬

হিলি স্থলবন্দরে আবারও বাড়লো পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি
|  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩০ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৪
হিলি স্থলবন্দরে আবারও বাড়লো পেয়াঁজের দাম
ফাইল ছবি
হিলি স্থলবন্দরে আমদানি কমের অজুহাতে আবারও বাড়ল ভারত থেকে আমদানিকৃত পেয়াঁজের দাম। যে পেঁয়াজ গতকাল বন্দরে বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০ থেকে ৫৪ টাকা দরে। সেই পেঁয়াজ এক দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বন্দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে।

দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে মুল্য বৃদ্ধি করার পর থেকেই হিলি স্থলবন্দর দিয়ে কমেছে পেয়াঁজের আমদানি। চাহিদার তুলনায় আমদানি কমায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। রাজস্থান, গুজরাট, ইন্দুর জাতের পেয়াঁজ আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে।

হঠাৎ করে দাম বাড়া ও কমার কারণে পেয়াঁজ কিনতে এসে বিপাকে পড়তে হয়েছে বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের।

হিলি কাষ্টমসের তথ্যমতে চলতি সপ্তাহে ৬ কর্ম দিবসের ভারতীয় ৮৭ ট্রাকে ২ হাজার ১শ ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

আরো পড়ুন: বিএনপি নেতা দুদুর গ্রামের বাড়িতে হামলা

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়