• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছয় ফার্মেসিকে প্রায় তিন লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল সংবাদদাতা

  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৮
জরিমানা, টাঙ্গাইল, প্রশাসন

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ফার্মেসিকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের মসজিদ মার্কেট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সে সময় জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক জানান, নাহার মেডিকেল হল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডি.এ/এম.এ নম্বর না থাকা, অনুমোদনহীন ও যৌন উত্তেজক ওষুধ থাকায় আরোগ্য ফার্মেসিকে ১০ হাজার, চৌধুরী ফার্মেসিকে এক লাখ ২০ হাজার, মাজেদা ফার্মেসিকে ৪০ হাজার, একতা ফার্মেসিকে পাঁচ হাজার ও শাহী মেডিকেল ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ফার্মেসিগুলোকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।

আরো পড়ুন: ‘সেখানে বসে গাঁজা সেবন করছিলেন পুলিশ সদস্যও’

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
X
Fresh